সর্বশেষ

Monday, May 6, 2024

চট্টগ্রামে মানবাধিকার কর্মীর নামে বিভিন্ন ফেইক আইডি খুলে উস্কানিমূলক পোস্ট এর বিরুদ্ধে থানায় জিডি

চট্টগ্রামে মানবাধিকার কর্মীর নামে বিভিন্ন ফেইক আইডি খুলে উস্কানিমূলক পোস্ট এর বিরুদ্ধে থানায় জিডি

 

বাংলাদেশের চট্টগ্রাম জেলার বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুয়েল আইচ এর নামে একটি বিশেষ মহল তাঁর ছবি ও মোবাইল নাম্বার ব্যবহার করে তাঁর নামে বিভিন্ন ফেইক আইডি খুলে নানান সাম্প্রদায়িক উস্কানি সহ বিভিন্ন ধরনের পোস্ট করার কারণে চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

চট্টগ্রামের সাংবাদিক জুয়েল আইচ সম্প্রতি থানায় নিরাপত্তা চেয়ে ও সুষ্ঠু তদন্তক্রমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

উল্লেখ্য যে, একটি বিশেষ গোষ্ঠী তাঁর নামে বিভিন্ন ফেক আইডি খুলে সাম্প্রদায়িক উস্কানি সহ বিভিন্ন ধরনের পোস্ট করে সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন। এমনকি তাঁকে হত্যার হুমকি পর্যন্ত প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।


সাম্প্রতিক সময়ে তিনি কলি যুগের তীর্থক্ষেত্র চন্দ্রনাথ ধামে একটি বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী নানাভাবে উস্কানি মূলক পোস্ট ও অবাধ যাতায়াতের কারণে তাঁর লেখালেখি ,সর জমিনে বাধা প্রদান ও বিভিন্ন ধরনের ধর্মান্তকরণের বিরুদ্ধে তাঁর শক্ত অবস্থান থাকার কারণে তাঁকে টার্গেট করে বিভিন্ন ধরনের উস্কানি মূলক প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

Tuesday, December 20, 2022

ম্যারাডোনা-মেসি যেন এক রূপকথার গল্প

ম্যারাডোনা-মেসি যেন এক রূপকথার গল্প


 

 

আপনার নিশ্চয়ই লা মাঞ্চের ডন কুইক্সোটের কথা মনে আছে! মনে না থাকলে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, লা মাঞ্চার এক যুবক স্প্যানিশ ডন কুইক্সোট একদিন বীরত্বের সন্ধানে রাস্তায় নেমেছিলেন। কিন্তু সে সবই মরীচিকা।

সঙ্গী সানচো শুধুমাত্র পাংশার সাথে বৃথা চেষ্টা করেছিল। ডন কুইক্সোট তার ব্যর্থতা স্বীকার করার পর একদিন মারা যান। আধুনিক সাহিত্যের যাত্রা শুরু হয় ডন কুইক্সোটের মৃত্যু থেকে। হয়তো আধুনিক মানুষও।

আধুনিক মানুষ যন্ত্রণা এবং অস্তিত্ব সংকটের সাথে একটি অবিরাম সংগ্রাম। প্রতি মুহূর্তে লড়াই করে বেঁচে থাকুন। ফুটবল এমন একটি জিনিস যা মানুষ সেই যুদ্ধ ভুলে গিয়ে আঁকড়ে ধরে থাকে। বিশ্বকাপের সেরা সুন্দরী।

সেই সুন্দর পেট থেকে একদিন একজন দিয়েগো ম্যারাডোনা এবং তারপর লিওনেল মেসি বেরিয়ে আসেন। ডন কুইক্সোট এবং সানচো পাঞ্চা যেমন আধুনিক সাহিত্য এবং মানব মিথ। এমন ভবিষ্যতের মিথ জন্ম নেবে ডিয়েগো এবং তার প্রিয় লিওর ভেতর থেকেই। দিয়েগো, অবশ্যই, এই মুহূর্তে একটি মিথ, এবং মেসি একটি বাস্তবতা। তবে বাস্তব ও মিথের মধ্যে যে দূরত্ব, তা গতরাতে ভাঙলেন মেসি। ম্যারাডোনার কাঁধে মাথা রেখে যে জাদুকর গল্পের পথে নেমেছিলেন, তিনি যেন যুদ্ধে জয়ী হয়ে নিজের ঘরে ফিরেছেন।

ম্যারাডোনার অবশ্য আলাদা রাজা হওয়ার কোনো আগ্রহ ছিল না। তিনি রাজা হয়ে জন্মেছিলেন। তিনি মূলত নেপলসের দরিদ্র শিশুদের জন্য রোল মডেল হতে চেয়েছিলেন। বুয়েনস আইরেসের ধুলো শাসন করেছে ফুটবল বিশ্ব। যার সবটাই ছিল মানবিক। সেই বাম পা ছাড়া। এটি সম্ভবত একটি ঘুমহীন রাতে ফুটবল দেবতাদের কাছ থেকে চুরি করা হয়েছিল। সেই পায়ে ফুটবল ইতিহাস তৈরি করে ৩৬ বছর আগে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। পরে তিনি সেই পা দেন রোজারিওর এক যুবক ছেলেকে। কে জানে, ফুটবল একটা রূপকথার মতো – ঈশ্বর হয়তো অভিশাপ দিয়েছেন, দিয়েগো বেঁচে থাকতে এই পা বিশ্বকাপ জিতবে না। জিতি নি

ম্যারাডোনা হয়তো বুঝতে পেরেছেন ছোট ছেলের জন্য এটাই শেষ সুযোগ। তড়িঘড়ি করে চলে গেলেন পাতালে। তিনি ছোট রাজকুমারকে অভিশাপ থেকে মুক্তি দেন। ডিয়েগো আড়াল থেকে বেরিয়ে আসার সাথে সাথে সেই বাম পাও তার আসল শক্তি খুঁজে পেয়েছিল। শেষবার খেলার জন্য, এটি সব জিততে সবচেয়ে বড় মঞ্চ আলোকিত করুন। কিন্তু ডিয়েগো অন্য লোকের সিটে কাক ঝাঁকালো কিনা কে জানে। বা কেন সেদিন জুলিয়ান আলভারেজের গোল আমাদের মনে করিয়ে দেবে। কেন-ই বা বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্ত থেকে বারবার ফিরে আসা। তাই বিশ্বাস করা কঠিন যে ম্যারাডোনার পা স্পর্শ করা হয়নি।

অথবা মেসি কেন বিশ্বকাপ জিতবে না যখন সে তার সেরা অবস্থায় আছে। প্রায় দেড় দশক ধরে জীবনানন্দ দাশের মতো দুদন্ড পৃথিবীর পথে হেঁটেছেন শান্তির সন্ধানে।

ব্যাভারিয়ানদের দেশ থেকে সোনালি ট্রফির সন্ধানে যাত্রা শুরু করেন তিনি। জার্মানদের দেশে যাননি। এরপর তিনি চলে যান নেলসন ম্যান্ডেলার দেশে। তবে ম্যান্ডেলার আফ্রিকাও চে গুয়েভারার পাড়ার ছেলেটিকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। এরপর ডন কুইক্সোটের মতো মেসিও সানচো পানসাদেকে নিয়ে পাশের অ্যামাজনের দেশে চলে যান। মেসিকে বর নিয়ে ফিরতে দেয়নি ফুটবল অঙ্গন। মারাকানায়, গোটশে নামের একটি ভূত সবকিছু এলোমেলো করে দিয়েছে। তিনি কোথাও না পেয়ে টলস্টয়-দস্তয়েভস্কির দেশে চলে গেলেন। দ্বিতীয় রাউন্ডে এমবাপ্পে নামক ঝড়ে বিদায়ের পর মেসির চোখ আমাদের মনে করিয়ে দেয় দস্তয়েভস্কির নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ডে অসুখী মানুষটির কথা। অস্তিত্বের সংকট তাকে নিজের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ করে তুলেছে।

ট্রফির জন্য আধুনিক ডন কুইক্সোটের সন্ধানের গল্প কাতারে শেষ হয়েছিল। এখন, বা কখনও না। ডন কুইক্সোটকে যেমন ঘূর্ণায়মান টারবাইনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, রাশিয়ার মতো এবারও মেসির সামনে সেই টারবাইন হয়ে গেলেন এমবাপ্পে। যুদ্ধই জীবন। না, একটি রূপকথার সমাপ্তি একটি চলচ্চিত্রের মতো, একটি আরব দেশে আরবীয় রেসিনের গল্পের মতো। যেখানে শেষ পর্যন্ত আধুনিক মানুষের মন জয় করলেন ডন কুইক্সোট।

গল্পের সমাপ্তিটা এমন না হলে রূপকথাটা ট্র্যাজেডি হয়ে যেত। পরপর দুটি সোনার বল নিয়ে পডিয়ামে দাঁড়াতে হয়েছিল বিশ্বজয়ীদের। এই তালিকা মোটেও ছোট নয়।

হয়তো বাম-পাওয়ালা ভগবান নিজেই মুখে চুরুট দিয়ে ফুটবল-দেবতার সাথে তাস খেলার স্ক্রিপ্ট তৈরি করেছেন। যে কারণে গল্পের শেষ থেকে জন্ম নেয় আরেকটি মিথ। মিথ যে ডন কুইক্সোট এবারও হারেননি, হারালেন না বাঁ পায়ের রাজা দিয়েগোর ঈশ্বরও।

আর লিও মেসি অমরত্বের মাথায় সোনার মুকুট পরিয়ে রূপকথা ছড়িয়ে দেন। আজ থেকে বহু বছর পর মানুষ দুটি রূপকথা বলবে।

একজনের নাম ম্যারাডোনা, অন্যজনের নাম মেসি।

Monday, December 19, 2022

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল আর্জেন্টিনা

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল আর্জেন্টিনা


 

শ্বাসরূদ্ধকর ম্যাচে টাইব্রেকার রোমাঞ্চে জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল আর্জেন্টিনা। মেসির হাতে উঠল আরাধ্যের শিরোপা। ফুটবল জাদুকরের নামটি বসলো আর্জেন্টাইন আরেক ফুটবল-ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার পাশে। মেসি ব্রাজিলে যা পারেননি, রাশিয়াতে যা পারেননি- সেটাই করে দেখালেন কাতার বিশ্বকাপে। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই পর্দা নামে বিশ্বকাপের। অনেক অনেক পুরস্কারের সঙ্গে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পাচ্ছে আর্থিক পুরস্কারও। শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্যই থাকছে প্রাইজমানি।

আর সেই প্রাইজমানি আগের বিশ্বকাপগুলোর তুলনায় একটু বেশিই। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৪২ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। রানার্সআপ ফ্রান্স পাচ্ছে ৩০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের চেয়ে ৬০ লাখ ডলার বাড়ানো হয়েছে এবার।

গত বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর কাতার বিশ্বকাপে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে ক্রোয়েশিয়া। সব মিলিয়ে ৬ বার বিশ্বকাপ খেলে তিনবার সেমিফাইনালে উঠেছে তারা, সেই সঙ্গে এটি ক্রোয়েশিয়ার দ্বিতীয়বারের মতো তৃতীয় হওয়া। তৃতীয় হওয়া ক্রোয়েটরা প্রাইজমানি হিসেবে পাবে ২৭ মিলিয়ন ডলার। অন্যদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে চতুর্থ হয় মরক্কো। বাঘা বাঘা দলকে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কো প্রাইজমানি হিসেবে পাচ্ছে ২৫ মিলিয়ন ডলার।

শুধু এই চার দলের জন্যই নয়, বিশ্বকাপ খেলে প্রতিটি দলের জন্যই প্রাইজমানি রাখা হয়েছে। ৫ থেকে ৮ম হওয়া প্রতিটি দল পাবে ১৭ মিলিয়ন ডলার পাবে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গেছে। এই কারণে তারা প্রাইজমানি হিসেবে পাচ্ছেন ১৭ মিলিয়ন ডলার। ব্রাজিল ছাড়াও, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ইংল্যান্ড প্রত্যেকে কোয়ার্টার ফাইনাল খেলেছে। তারাও ১৭ মিলিয়ন ডলার করে পাবে।

৯ম থেকে ১৬তম হওয়া প্রতিটি দল ১৩ মিলিয়ন ডলার পাবে। শেষ ষোলতে খেলা দলগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। তারা প্রত্যেকে ১৩ মিলিয়ন ডলার পাবে। ১৭তম থেকে ৩২তম প্রতিটি দল ৯ মিলিয়ন ডলার করে প্রাইজমানি পাবে। স্বাগতিক কাতার ছাড়াও এই তালিকায় আছে ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা এবং উরুগুয়ে।

কাতার বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণ
চ্যাম্পিয়ন : ৪২ মিলিয়ন ডলার
রানার্সআপ : ৩০ মিলিয়ন  ডলার
তৃতীয়স্থান অর্জনকারী দল : ২৭ মিলিয়ন ডলার
চতুর্থস্থান অর্জনকারী দল : ২৫ মিলিয়ন ডলার
কোয়ার্টারফাইনাল খেলা দল : ১৭ মিলিয়ন ডলার
নক আউট পর্বে যাওয়া দল : ১৩ মিলিয়ন ডলার
গ্রুপ পর্বে অংশগ্রহণকারী দল : ৯ মিলিয়ন ডলার।

Sunday, December 18, 2022

মেসির হাতে বিশ্বকাপ, যা বললেন বলিউড তারকারা

মেসির হাতে বিশ্বকাপ, যা বললেন বলিউড তারকারা


 

 

 

টেনশনে শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ। মেসির স্বপ্ন পূরণ হয়েছে। আর্জেন্টিনার এই জয়ে উচ্ছ্বসিত বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। ফুটবলের রাজপুত্র মেসিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা। বলিউড তারকারাও মেসিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় মেসির প্রতি ভালোবাসা জানিয়ে নানা কথা লিখেছেন বলিউড তারকারা।

রণবীর সিং টুইটারে লিখেছেন, 'এইমাত্র যা দেখলাম! ঐতিহাসিক, আইকনিক! টোটাল ম্যাজিক।'

বলিউডের বাদশা শাহরুখ খানও মেসির প্রতি ভালোবাসা জানাতে পিছপা হননি। টুইটারে তিনি লিখেছেন, 'আমরা বিশ্বকাপের অন্যতম সেরা ফাইনাল দেখার সুযোগ পেয়েছি। আমার মনে আছে আমি আমার মায়ের সাথে একটি ছোট টিভিতে বিশ্বকাপ দেখেছিলাম… এখন এই একই উত্তেজনা বাচ্চাদের সাথে। আমাদের সবাইকে প্রতিভা, স্বপ্ন এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করার জন্য মেসিকে ধন্যবাদ!'

অনিল কাপুর একটি পোস্টে লিখেছেন 'মিইইই মেসি'। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, 'কী দুর্দান্ত ফাইনাল!'

অভিনেতা অর্জুন রামপাল লিখেছেন, 'ইয়েসসসসসসসস! কি একটা ফাইনাল। কি দারুণ বিশ্বকাপ ফাইনাল! আর্জেন্টিনা ও মেসিকে অভিনন্দন, কাতারকেও ধন্যবাদ।

প্রবীণ অভিনেতা অনুপম খের লিখেছেন, 'মেসির কোনো উত্তর নেই। আমি মুগ্ধ এই ম্যাচটি মনে হচ্ছিল যে কিছু ঘটতে পারে!! কতো মহান!'

ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা প্রথম গোল করলেও সমতায় ফেরে ফ্রান্স। কিন্তু আর্জেন্টিনার শেষ হাসিটা ছিল ট্রাইবেকাতেই। সেই সঙ্গে দলটি ১৯৮৬ সালের পর অভিশপ্ত হয়। তাদের সঙ্গে কোটি কোটি মানুষের মুখে ফুটেছে খুশির হাসি। সূত্র: হিন্দুস্তান টাইমস

Friday, December 16, 2022

নড়াইলের তিন শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ চুরি সংগঠিত

নড়াইলের তিন শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ চুরি সংগঠিত


উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া উপজেলায় একই রাতে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় পৃথক পৃথক মামলা ও সাধারণ ডাইরি করেছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর গভীর রাতে নবগংগা ডিগ্রি কলেজ, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় ও সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটেছে। নবগংগা ডিগ্রি কলেজে ১ লাখ ৪০ হাজার টাকা ও কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ে ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় অভিযোগ পাওয়া যায় নাই। তবে ওই বিদ্যালয়ে চুরি হয়েছে প্রধান শিক্ষক স্বীকার করেছেন এবং খুবশ্রীঘ্রই থানায় অভিযোগ দিবেন বলে জানান।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দোষীদের আটকের চেষ্টা চলছে।
নড়াইলে তেলবাহী ট্রাংকলরী ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

নড়াইলে তেলবাহী ট্রাংকলরী ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু


 
 
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে তেলবাহী ট্রাংকলরী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোরের আশরাফ আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে যশোর-নড়াইল-ভাটিয়াপাড়া সড়কের বসুপটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী আশরাফ আলী লোহাগড়া থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। বসুপটি এলাকায় পৌছালে একটি তেলবাহী ট্রাংকলরীর সঙ্গে সংঘর্ষে আশরাফের মাথা ফেটে ঘিলু রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যর মরদেহ উদ্ধার করে।
নিহত আশরাফের পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি যশোর পৌরসভার টিবি ক্লিনিট এলাকার হাশেম তালুকদারের ছেলে।

 

Wednesday, December 14, 2022

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুর আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুর আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান

আজকের এই শোকের দিনে আমরা শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে নিয়ে যাব জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী


দিনাজপুর ব্যুরো প্রধান ঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন
অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, একটি দেশের বুদ্ধিজীবীগন
হ”েছন সেই জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে, সুরের মাধ্যমে এবং তাদের সৃজনশীল
কর্মকান্ডের মাধ্যমে একটি জাতিকে আলোকিত করে এগিয়ে নিয়ে যায়। এ দেশ স্বাধীন হবে
ঠিক জেনে ২৫শে মার্চ কাল রাত্রি থেকে শুরু করে ১৪ই ডিসেম্বর পর্যন্ত প্রবল আক্রমন চালায় এ
দেশ থেকে মেধাশুন্য এবং বুদ্ধিজীবীশুন্য করতে। যাতে এদেশের ভবিষ্যৎ অন্ধকারে আ”ছন্ন হয়ে যায়।
তারা কি পেরেছিল? নিশ্চয় তারা পারে নাই। আমরা ছিলাম সেই বৃক্ষের নিজের মত, আমরা ছিলাম
সেই গ্রীক পুরানের চেয়ে ফিনিক্স পাখির মত। ফিনিক্স পাখি বার বার ধ্বংসযজ্ঞ ও মৃত্যুর হাত
থেকে জাগরিত হয়ে স্বাধীনতার জন্য ডানা মেলে। আমরা ছিলাম সেই জাতি।


গতকাল ১৪ই ডিসেম্বর দিনাজপুর শিশু একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়েজনে
সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধাদের উপ¯ি’তিতে শহীদ বুদ্ধিজীবী
দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের সভাপতি হিসেবে তিনি এসব কথা
বলেন।


তিনি বলেন, আমাদের জাতির পিতা সব সময় চেয়েছিলেন একটি অসম্প্রদায়িক, ক্ষুদা-
দারিদ্র্যমুক্ত একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে। তার এই অসমাপ্ত স্বপ্নকে
বাস্তবায়ন করছেন তার উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বর্তমানে উন্নয়নশীল দেশে
উপনীত হয়েছি। আজকের এই শোকের দিনে আমরা শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী
প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে
নিয়ে যাব।


আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকাররী কমিশনার অনিন্দিতা রানী
ভৌমিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ধসঢ়;
ইফতেখার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা,
প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বা”চু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক
কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সাবেক ডেপুটি কমান্ডার
বীরমুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) আনিচুর রহমান।


আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে শিশুদের চিত্রাংকন ওরচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীসহ অতিথিবৃন্দ। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।